কংগ্রেসের একাধিক বিল মহিলা বিরোধী, বিরাট অভিযোগ বিজেপির

মহিলা সংরক্ষণ বিল নিয়ে সোনিয়া গান্ধী বলেন, "আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসেছিলেন।"

author-image
SWETA MITRA
New Update
BJP WHEEP.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সংসদে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে আলোচনা শুরু হয়। যদিও এই বিল নিয়ে আলোচনার শুরুতেই শুরু হয় প্রবল  কংগ্রেসেরআনাএকাধিকবিলমহিলাবিরোধী। সোনিয়া গান্ধী দাবি, এই বিল এনেছিল কংগ্রেস। যদিও বিজেপি কংগ্রেসের সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। বিজেপির নিশিকান্ত দুবে জানান, ‘এই বিল কংগ্রেসের নয়। কংগ্রেসের একাধিক বিল মহিলা বিরোধী। শুধু রাজীব গান্ধীর প্রশংসা করা হল, আর বাকিদের উপেক্ষা করা হল।‘