New Update
/anm-bengali/media/media_files/FVtHW3P2yMyMqWiEIxl8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ সংসদে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে আলোচনা শুরু হয়। যদিও এই বিল নিয়ে আলোচনার শুরুতেই শুরু হয় প্রবল কংগ্রেসেরআনাএকাধিকবিলমহিলাবিরোধী। সোনিয়া গান্ধী দাবি, এই বিল এনেছিল কংগ্রেস। যদিও বিজেপি কংগ্রেসের সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। বিজেপির নিশিকান্ত দুবে জানান, ‘এই বিল কংগ্রেসের নয়। কংগ্রেসের একাধিক বিল মহিলা বিরোধী। শুধু রাজীব গান্ধীর প্রশংসা করা হল, আর বাকিদের উপেক্ষা করা হল।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us