লোকসভা ভোট, রাজ্যে অমিত শাহ, বড় দাবি বিজেপির

বিজেপি (BJP) সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও লোকসভার কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। লোকসভা ভোটের আগে রাজ্য সফরে গিয়ে কী বার্তা দেন অমিত শাহ সেদিকে নজর রয়েছে সকলের।

author-image
SWETA MITRA
New Update
amit bihar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এবার বড় চমক নদিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে 'লোকসভা প্রভাস' কর্মসূচির আওতায় ১৬ সেপ্টেম্বর মধুবনী জেলার ঝানঝারপুরে আবার বিহার সফর করবেন। বিহার বিজেপির এক বরিষ্ঠ নেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ সেপ্টেম্বর বিহারে (Bihar) আসবেন এবং 'লোকসভা প্রভাস' কর্মসূচির আওতায় ঝানঝাড়পুরে বিশাল জনসভায় ভাষণ দেবেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন সরকারের ৯ বছরের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

বিহার বিজেপি (BJP) সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও লোকসভার কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন এবং রাজ্য বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সহ বিহার বিজেপির প্রায় সমস্ত শীর্ষ নেতা বৈঠকে উপস্থিত থাকতে পারেন। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বিহার সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগবানিতে ভারত-নেপাল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) উদ্বোধন করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বিহার সফরকালে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যোগবানি থেকে ৮ কিলোমিটার দূরে এসএসবি ব্যাটালিয়ন সদর দফতরও উদ্বোধন করবেন। উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে নীতীশ কুমার বিহারে এনডিএ ছেড়ে মহাজোটের সাথে হাত মিলিয়েছিলেন এবং আজকাল তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

২০২২ সালের আগস্টে রাজ্যে তাঁর দল ক্ষমতা চ্যুত হওয়ার পর এক বছরের মধ্যে এটি অমিত শাহের ষষ্ঠ রাজ্য সফর হতে চলেছে বলে খবর। এর আগে গত বছর, অমিত শাহ সীমাঞ্চল অঞ্চলের রাজধানী হিসাবে বিবেচিত পুনিয়া সফর করেছিলেন। পরে, অক্টোবরে তিনি সমাজতান্ত্রিক প্রবীণ জয় প্রকাশ নারায়ণের জন্মস্থান সিতাব দিয়ারা পরিদর্শন করেন।

এই বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভালমাকিনগর এবং পাটনা সফর করেন এবং পাটনায় কৃষক নেতা সাহাজনন্দ সরস্বতীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কিষান সমাগমে ভাষণ দেন। ২০২৩ সালের ২ এপ্রিল অমিত শাহ চতুর্থবারের মতো রাজ্য সফর করেন এবং নওয়াদায় একটি জনসভায় ভাষণ দেন এবং এলাকায় সহিংসতার পরিপ্রেক্ষিতে রোহতাসের সাসারামে কর্মসূচি বাতিল করেন।

শেষবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৯ জুন বিহারে এসে মুঙ্গের লোকসভা কেন্দ্রের লখিসরাইয়ে একটি বিশাল জনসভায় ভাষণ দেন। এই জায়গাটি জেডিইউ সভাপতি ও লোকসভা সাংসদ লালন সিংয়ের জন্মস্থান।