ভারতের দখলে সোনা, অভিনন্দন জানালেন অমিত শাহ

এর আগে বার্মিংহামে আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে স্বর্ণ পদক জয়ের জন্য ভারতের অন্ধ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
SWETA MITRA
New Update
BSF AMIT SHAH.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ আইবিএসএওয়ার্ল্ডগেমস২০২৩-স্বর্ণপদকপেয়েছে ভারতীয় মহিলা অন্ধ ক্রিকেট দল। আর এই নিয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি আজ রবিবার এক টুইট বার্তায় লেখেন, ‘এই জয়েরজন্যভারতীয়মহিলাঅন্ধক্রিকেটদলকেঅভিনন্দন।তারাকেবলইতিহাসইসৃষ্টিকরেনি, প্রতিটিভারতীয়তরুণেরঅনুপ্রেরণায়একটিজায়গাতৈরিকরেছেযারাঅসাধারণকিছুঅর্জনেরসাহসরাখে।তাদেরভবিষ্যতপ্রচেষ্টারজন্যআমারশুভেচ্ছা।‘