/anm-bengali/media/media_files/acCcaaDlOCosooDeUM2f.jpg)
নিজস্ব সংবাদদাতা: নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ৭৫ টাকার কয়েন চালু করতে চলেছে অর্থমন্ত্রক। স্মারক মুদ্রাটি ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উদযাপনের জন্যও একটি শ্রদ্ধার্ঘ হিসাবেও তৈরি করা হবে। কয়েনের একটি পিঠে থাকবে অশোক স্তম্ভ আর তার নীচে লেখা থাকবে 'সত্যমেব জয়তে'। কয়েনের বাম পাশে দেবনগরী হরফে লেখা থাকবে 'ভারত' আর তার ডান পাশে ইংরাজি হরফে লেখা থাকবে 'ইন্ডিয়া'। '৭৫ টাকা'ও লেখা থাকবে কয়েনের একদিকে। কয়েনের অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। ৩৫ গ্রাম ওজনের মুদ্রাটির মধ্যে রুপো ৫০ শতাংশ, তামা ৪০ শতাংশ, নিকেল ৫ শতাংশ এবং দস্তা রয়েছে ৫ শতাংশ।