বিজেপি নয়, নারী সংরক্ষণে এগিয়ে অন্য আরেকটা দল!

নারী সংরক্ষণের বিষয়টি নিয়ে বিজেপির থেকেও এগিয়ে ন্যাশনাল কনফারেন্স! বিল পেশের দিন মুখ খুললেন ওমন আবদুল্লাহ। মহিলা সংরক্ষণ নিয়ে কী বললেন তিনি, দেখুন।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
breaking.webp

নিজস্ব সংবাদদাতা : নারী সংরক্ষণ বিল নিয়ে চর্চা চারিদিকে। বিলটিকে স্বাগত জানিয়েছেন  ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তবে তিনি জানান, চার বছর আগেই নারী সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নিয়েছে তারা। পঞ্চায়েত ও স্থানীয় সংস্থাগুলিতে নারী সংরক্ষণের বিষয়টি উপযুক্ত স্তরে প্রয়োগ করা হয়েছে। ২০১৯ সালের ৫ আগস্টের আগেই নরী সংরক্ষণ নিয়ে এগিয়ে এসেছে ন্যাশনাল কনফারেন্স। ওমর আবদুল্লাহ এও বলেন যে ''আমরা কখনই সংরক্ষণের প্রক্রিয়ার বিরোধিতা করিনি।''