এলেন না রাহুল, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করলেন কংগ্রেস সাংসদ

সংসদে রাহুল গান্ধীর বক্তব্য শোনা গেল না আজ মঙ্গলবার। এদিন তাঁর বদলে এলেন অন্য এক কংগ্রেস সাংসদ। তিনি এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলেন।

author-image
SWETA MITRA
New Update
jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় আজ মঙ্গলবার অধিবেশন শুরু হতেই শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিকে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নয় (Rahul Gandhi), আজ মঙ্গলবার লোকসভায়অনাস্থাপ্রস্তাবনিয়েআলোচনাশুরুকরলেনকংগ্রেসসাংসদগৌরবগগৈ (Gaurav Gogoi)। তিনিবলেন, 'আমরাঅনাস্থাপ্রস্তাবআনতেবাধ্যহয়েছি।এটাকখনইসংখ্যারবিষয়ছিলনা, মণিপুরেরন্যায়বিচারেরকথাছিল।আমিপ্রস্তাবটিউত্থাপনকরছিযেএইহাউসসরকারেরপ্রতিঅনাস্থাপ্রকাশকরে।আই.এন.ডি.আই.মণিপুরেরজন্যএইপ্রস্তাবএনেছে।মণিপুরন্যায়বিচারচায়।‘