এলেন না রাহুল, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করলেন কংগ্রেস সাংসদ

সংসদে রাহুল গান্ধীর বক্তব্য শোনা গেল না আজ মঙ্গলবার। এদিন তাঁর বদলে এলেন অন্য এক কংগ্রেস সাংসদ। তিনি এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলেন।

author-image
SWETA MITRA
New Update
jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় আজ মঙ্গলবার অধিবেশন শুরু হতেই শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিকে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নয় (Rahul Gandhi), আজ মঙ্গলবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gogoi)। তিনি বলেন, 'আমরা অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছি। এটা কখনই সংখ্যার বিষয় ছিল না, মণিপুরের ন্যায়বিচারের কথা ছিল। আমি প্রস্তাবটি উত্থাপন করছি যে এই হাউস সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে। আই.এন.ডি.আই. মণিপুরের জন্য এই প্রস্তাব এনেছে। মণিপুর ন্যায়বিচার চায়।‘