/anm-bengali/media/media_files/2025/01/14/tRszS1rTkW2UkIhIWVO6.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে মৌনি অমাবস্যার অমৃত স্নানের আগে ঘটে যাওয়া দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর মৌনি অমাবস্যা উপলক্ষে অমৃত স্নানের আগে বুধবার ভোররাতে ভয়াবহ পদপিষ্টের ঘটনাটি ঘটে। ত্রিবেণী সঙ্গম ঘাটে প্রচণ্ড ভিড়ের কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। যা জানা যাচ্ছে, এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত। এমনকি বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
স্বাভাবিক ভাবেই এই মহান মিলন ক্ষেত্রে হঠাৎ করেই যেন ছন্দ পতন হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে ত্রাণ ও উদ্ধারকাজের বিষয়ে খোঁজ খবর নেন।
তবে এই ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগে যত বার কুম্ভ মেলা হয়েছে, দেখা গিয়েছে এই ধরনের ভিন্ন ছবি। ২০২৫ সাল ছাড়াও আরও চারবার হয়েছিল এরকমই ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা। এই প্রতিবেদনে রইল সেই ঘটনাগুলিরই বিবরণ।
/anm-bengali/media/media_files/2025/01/09/R1Ly5IsmLo6DWEiS5kKL.jpg)
১৯৫৪ সালের প্রয়াগরাজ কুম্ভমেলা: ভারতের স্বাধীনতার পর প্রথম কুম্ভমেলা, যা ৩ ফেব্রুয়ারি মৌনি অমাবস্যার দিন বিশাল পদপিষ্টের শিকার হয়। সেই সময়ের সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, সেই ঘটনায় কম করে ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং শতাধিক আহত হন।
১৯৮৬ সালের হরিদ্বার কুম্ভমেলা: হার-কি-পাউরি নামক জনাকীর্ণ সেতুতে পদদলিত হয়ে ৪৬ জন নিহত হয়েছিলেন।
২০০৩ সালের নাসিক কুম্ভমেলা: গোদাবরী নদীর তীরে বিশাল ভিড়ের কারণে ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং শতাধিক আহত হন।
/anm-bengali/media/media_files/2025/01/28/lkMxpqOrf5pRbVjTqvcb.jpg)
২০১৩ সালের মহাকুম্ভ মেলা (প্রয়াগরাজ): প্রয়াগরাজ স্টেশনে বিশাল ভিড়ের কারণে ৩০ জনেরও বেশি মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারান।
এরকমই পদপিষ্টের ঘটনার সাক্ষী আগেও থেকেছে দেশ। আর এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us