/anm-bengali/media/media_files/bt6yGoDd6weDUiWtDly8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয় শুক্রবার সন্ধেবেলায়। এহেন ভয়াবহ রেল দুর্ঘটনা গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। ১৯৮১ সালের পর এরকম রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। এদিকে ওড়িশায় ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে রেলওয়ে বোর্ডের সদস্য অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট জয়া ভার্মা সিনহা মুখ খুলেছেন আজ রবিবার। তিনি বলেন, ‘মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়নি। যেহেতু মালবাহী ট্রেনটি লোহার আকরিক বহন করছিল, তাই করমণ্ডল এক্সপ্রেস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল।‘ এই ঘটনায় কি এনআইএ তদন্ত করবে? এই প্রসঙ্গে জয়া ভার্মা বলেন, ‘এই ঘটনার ক্ষেত্রে এনআইএ (NIA) নয়, স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের সাহায্য করছে।‘
#BalasoreTrainAccident | Not NIA, Ministry of Home Affairs is assisting us: Jaya Varma Sinha, Member of Operation and Business Development, Railway Board pic.twitter.com/fqP2u0jjvL
— ANI (@ANI) June 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us