/anm-bengali/media/media_files/0s1rZCGSA988qHVXgREW.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: পাহাড়ের বুকে হঠাৎই হড়পা বানের তাণ্ডব। যার জেরে আটকে পড়ল প্রায় দুই হাজার জন পর্যটক। ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের চুংথাংয়ে। সুন্দর পরিবেশের কারণে পর্যটকদের অন্যতম পছন্দের স্থান হল চুংথাং। কিন্তু গত ১৬ জুন, শুক্রবার সেখানে আকস্মিক হড়পা বান আসে। যার জেরে আটকে পড়েন বহু পর্যটক।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বান আসার ফলে চুংথাং-এর কাছে একটি রাস্তা সম্পূর্ণ ভেসে গিয়েছে। যার জেরে দু হাজারেরও বেশি পর্যটক সেখানে আটকে পড়েছেন। বর্ডার রোড অর্গানাইজেশন থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ওই এলাকায় একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই রাতভর কাজ করছে। গুয়াহাটির সেনার পিআরও মহেন্দ্র রাওয়াত জানান, শনিবার দুপুর ১২টার মধ্যে ৩০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। পর্যটকদের সাবধানে ওই স্থান থেকে সরিয়ে আনার কাজ জারি থাকবে।
#WATCH | Over 2000 tourists were stranded in North Sikkim as the road near Chungthang was washed away due to flash floods on 16th June. BRO Project Swastik worked overnight in heavy rains & inclement weather to create a temporary crossing over the affected area to facilitate the… pic.twitter.com/bbuPHvth51
— ANI (@ANI) June 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us