জুবিন গার্গের মৃত্যু মামলায় ৪ জনের বিরুদ্ধে খুনের চার্জশিট ! অভিযুক্তদের মধ্যে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মুখ্য সংগঠকও

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
zubeene-ezgif.com-effects

নিজস্ব সংবাদদাতা : - প্রখ্যাত অসমীয়া শিল্পী জুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যু সংক্রান্ত মামলায় বড়সড় মোড়। স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) আজ যে চার্জশিট দাখিল করেছে, তাতে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক শ্যাম কানু মহন্ত সহ মোট চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ (Murder Charge) আনা হয়েছে। আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের অক্টোবরে গুয়াহাটির একটি হাসপাতালে সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটিকে হৃদরোগজনিত কারণে মৃত্যু বলে মনে করা হলেও, পরবর্তীতে জুবিনের পরিবার এবং ভক্তদের দাবিতে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এসআইটি (SIT) তদন্ত শুরু করে।

zubeen garg

দীর্ঘ তদন্তের পর এসআইটি আজ গুয়াহাটি আদালতে চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০২ ধারা (খুন) সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

চার্জশিটে অভিযুক্ত চারজন হলেন: ১. শ্যাম কানু মহন্ত: নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক। ২. অপর তিনজন: এদের মধ্যে মহন্তের ঘনিষ্ঠ সহযোগী এবং আরও দুই সন্দেহভাজন রয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, এসআইটি তদন্তে এমন প্রমাণ পেয়েছে, যা ইঙ্গিত করে যে এটি স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং একটি পূর্বপরিকল্পিত খুনের ঘটনা। তবে, অভিযুক্তরা কী কারণে এই কাজ করেছে বা খুনের মোটিভ কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

শ্যাম কানু মহন্ত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মতো বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি প্রচারে তাঁর ভূমিকার জন্য পরিচিত। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আসায় সংস্কৃতি এবং শিল্প মহলে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে।