New Update
/anm-bengali/media/media_files/3kxFHx1s0mMLk82V9qQX.webp)
নিজস্ব সংবাদদাতা: ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর হঠাই মুম্বইয়ে প্রবাসী শশধর মুখার্জির পরিবার ঠিক করল যে বাড়িতে একটা গেট-টুগেদার করতে হবে। সঙ্গে সঙ্গে শুরু দুর্গাপুজো। নাম দেওয়া হল ‘নর্থ বোম্বে সার্বজনীন দুর্গাপুজো’। এখম অবশ্য সেই পুজো কাজল-রানীর পুজো হিসাবেই প্ৰচলিত বেশি। কাজল, তনুজা, তানিশা, রানী সকলের ঝলমলে উপস্থিতি এই পুজোর ইউএসপি। মুখার্জি বাড়ির পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর চারদিন মুম্বইয়ের তারকাদের সমাগম। মুখার্জি বাড়ির মেয়ে কাজল প্রতিমা বানানো থেকে মায়ের সজ্জা সব ব্যাপারে নজর রাখেন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us