/anm-bengali/media/media_files/2025/08/25/screenshot-2025-08-25-am-2025-08-25-09-18-37.png)
নিজস্ব সংবাদদাতা: নিকি হত্যাকাণ্ডে চাঞ্চল্য বাড়ছে উত্তরপ্রদেশে। একের পর এক গ্রেফতারির ঘটনায় মামলার তদন্তে নতুন দিক উঠে আসছে। আজ নিকির শ্যালককে (ভাসুর/দেওর) গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। এ নিয়ে মামলায় মোট তিনজনকে আটক করা হলো।
/anm-bengali/media/post_attachments/b4cd61a3-e42.png)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিকিকে দেহেজের জন্য নির্যাতন ও হত্যার অভিযোগে অভিযুক্ত তার স্বামী বিপিন ভাটি আগেই ধরা পড়ে। গতকাল পুলিশের সঙ্গে সংঘর্ষে (এনকাউন্টার) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বিপিনকে গ্রেফতার করা হয় এবং আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
একই দিনে নিহত নিকির শাশুড়িকেও গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, নিকির উপর নির্যাতনে সক্রিয় ভূমিকা ছিল তার শাশুড়ির। আর আজ ধরা পড়ল শ্যালকও। পুলিশের দাবি, নিকিকে হত্যার ষড়যন্ত্রে শ্যালকও প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
#WATCH | Greater Noida dowry murder case | Deceased Nikki's brother-in-law has been arrested by Noida Police
— ANI (@ANI) August 25, 2025
This is the third arrest in the case so far. Nikki's mother-in-law was arrested yesterday. Her husband, Vipin Bhati, accused of murdering Nikki over dowry demands, was… pic.twitter.com/6i2odL9Hr0
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us