‘জল নেই ভোট নেই’, মহারাষ্ট্রে জ্বলছে প্রতিবাদের আগুন

ভোটের আগেই প্রতিবাদে নামল সাঙ্গলি জেলার একটি গ্রামের বাসিন্দারা।

New Update
water_crisis_in_india_1561457814.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জল সংকটে ভুগছে মহারাষ্ট্রের একাধিক গ্রাম। শাসক-বিরোধী প্রতিটি দলই বছরের পর বছর ধরে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোট মরশুমে সেই প্রতিশ্রুতির পরিমাণ আরও বেড়ে যায়। অথচ ভোট মিটতেই যেই কে সেই। তারপর আর দেখা মেলেনা কারোরই।

এবার তাই ভোটের আগেই প্রতিবাদে নামল কর্ণাটক সীমানা লাগোয়া মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার একটি গ্রামের বাসিন্দারা। তাঁদের পরিষ্কার দাবি একটাই ‘জল নেই তাই ভোট নেই’। জলের দাবিতে প্রতিবাদে বসল গ্রামের বাসিন্দারা।

qpoiutre

jhmikuol9pl.png

Add 1