‘পাকিস্তানের সাথে না ট্রেড হবে না কথা হবে, যদি কিছু হয় তাহলে POK নিয়েই কথা হবে’: মোদী

ভারত স্পষ্ট বার্তা কি দিয়েছে তাও জানালেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিন্দুরের পর এই প্রথমবার রাজস্থানের বিকানেরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই পাকিস্তানকে ফের হুঙ্কার দিলেন মোদী। মনে করালেন তাঁদের সন্ত্রাসবাদের প্রতি প্রীতির কথা। আর তার জন্যে ভারত স্পষ্ট বার্তা কি দিয়েছে তাও জানালেন।

modirajas

এদিন মোদী স্পষ্ট ভাষায় বলেন, “এখান থেকে আরও একবার স্পষ্ট বার্তা দিচ্ছি পাকিস্তানকে। পাকিস্তানের সাথে কোনও ব্যবসা হবে না, কোনও কথা হবে না। যদি কিছু হয়, তাহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে”।