New Update
/anm-bengali/media/media_files/zS7Vf0fmJ2Y4JMZsIfnv.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিশাল হার হয়েছে বিজেপির। কংগ্রেসের ১৩৫ এর বিপরীতে মাত্র ৬৬ টি আসন পেয়েছে বিজেপি। সদ্য কর্ণাটকে সরকার গঠন করেছে বিজেপি। এবার কর্ণাটকে বিজেপি কর্মীরা সিদ্দারামাইয়া-এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে পাঁচটি নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান না করার অভিযোগ এনেছে। এই অভিযোগে বেঙ্গালুরুতে পথে নেমে প্রতিবাদ করছে বিজেপি। উল্লেখ্য, এরই মধ্যে আজ কর্ণাটকে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে করার ঘোষণা করেছেন সিদ্দারামাইয়া।
Bengaluru | BJP workers protest against Siddaramaiah-led Congress government alleging that state govt is not delivering on its five poll guarantees and state minister K Venkatesh who asked what is wrong in slaughtering cows pic.twitter.com/tPVpOSoAsZ
— ANI (@ANI) June 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us