/anm-bengali/media/media_files/5o9y7ujSLOqpjLnuVdXI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে করমণ্ডল এক্সপ্রেস। যার ফলে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করছে বহু বিরোধী দল। তবে এবার পদত্যাগ ইস্যুতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়ালেন জেডি(এস) প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। তিনি বলেছেন, "যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের জন্য রেলমন্ত্রী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তদন্ত শেষ করা হোক। মন্ত্রী তার যথাসাধ্য করছেন এবং এই পর্যায়ে তার পদত্যাগের দাবি করা বুদ্ধিমানের কাজ নয়"। উল্লেখ্য, কর্ণাটক নির্বাচনে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করে জেডি(এস)। তবে ফল ঘোষণার দিন বিজেপির তরফে জোট গঠনের জন্য জেডি(এস) দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
#WATCH | Railway Minister has taken all necessary steps to restore the damage that happened. He is working tirelessly. Let the inquiry be completed. The minister is doing his best and demanding his resignation at this stage is not wise: JD(S) chief and former Prime Minister HD… pic.twitter.com/0txE3FgMf2
— ANI (@ANI) June 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us