এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই, ৩ রাজ্যে জারি কমলা সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই কমলা সতর্কতা জারি হল পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। চণ্ডীগড়ের আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, শনিবার ও রবিবার পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

author-image
Ritika Das
New Update
chandigarg.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: শুধু দিল্লি নয়, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। জানিয়ে দিল চণ্ডীগড়ের আবহাওয়া দফতর। শনিবার দিল্লিতে জারি হয়েছে কমলা সতর্কতা। ওই একই দিনে উত্তর ভারতের একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করল চণ্ডীগড়ের আবহাওয়া দফতর। 

আবহাওয়াবিদ অজয় ​​কুমার সিং জানান, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। যে কারণে এই তিন স্থানে জারি হল কমলা সতর্কতা। তিনি জানান, ভারতে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে গিয়েছে। সময়ের আগেই পাঞ্জাব ও হরিয়ানায় বর্ষা এসেছে। তাঁর কথায়, "সাধারণত ৫ জুলাইয়ের আগে এই দুই রাজ্যে বর্ষা আসে না।" এই দুই রাজ্যে শনিবার ও রবিবার, দু দিনই ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে।