কেউ যেন দরিদ্র না থাকে! দীপাবলিতে প্রার্থনা মুখ্যমন্ত্রীর

দীপাবলিতে রাজ্যবাসীর জন্য শুভ কামনা মুখ্যমন্ত্রীর।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোোোোো

নিজস্ব সংবাদদাতা : আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। একদিকে নির্বাচন, অন্য়দিকে উৎসব উদযাপন, পাঁচ রাজ্যে চূড়ান্ত তৎপরতা।উৎসবের দিনে রাজ্যবাসীর জন্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, " সমস্ত পরিবারই আমার পরিবার, তাই আমার প্রার্থনা সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক এবং কেউ যেন দরিদ্র না থাকে।"