'টাকা নেই, মুখ্যমন্ত্রীর কান্না'

কমল নাথকে নিশানা করেছেন শিবরাজ সিং চৌহান। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের আগে ভোট প্রচারে বেরিয়ে এবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন কমল নাথ টাকা নেই বলে কাঁদতেন। তিনি বলেছেন, "আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, তখন গুলি, অপহরণ, গণহত্যা ছিল। ডাকাতরা মানুষকে মারধর করত। মুখ্যমন্ত্রী হওয়ার পর, আমি গোয়ালিয়রে এসেছি এবং পুলিশ অফিসারদের সাথে বৈঠক করেছি এবং তাদের বলেছিলাম যে হয় আমি বা ডাকাতরা মধ্যপ্রদেশে থাকব। কংগ্রেস যেখানেই ক্ষমতায় আসে সেখানেই শুধু ধ্বংস আর অপচয় হয়। কমলনাথ ছিন্দওয়াড়া নিয়ে গেলেও আমরা ফিরিয়ে নিয়েছিলাম। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি কাঁদতেন যে তার কাছে টাকা নেই"।

hiring 2.jpeg