/anm-bengali/media/media_files/Qvu5uK9u0zTMpTFWfclz.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ মাদক কারবারিদের বড় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, ''মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজেপি সরকার কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।'' এরসাথেই তিনি বলেন, "মাদক কারবারিদের জন্য কোনও ক্ষমা নেই। আমাদের সরকার এই দেশে মাদকের চোরাচালান নির্মূল করতে বদ্ধপরিকর।"
/anm-bengali/media/media_files/FDqWT3GF7WyOSnWTuuMa.jpg)
অমিত শাহ আরও বলেন, ''মাদক পাচার শুধুমাত্র একটি অপরাধ নয়, এটি দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।'' তিনি জানান, ''কেন্দ্রীয় সরকার সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় মাদক চোরাচালান বন্ধ করার জন্য সক্রিয় ব্যবস্থা নিচ্ছে।''
"No mercy for drug cartels" Amit Shah says BJP government committed to tackling drug trafficking
— ANI Digital (@ani_digital) March 16, 2025
Read @ANI Story | https://t.co/utQhKOgFVM#BJP#Drugs#DrugTrafficking#AmitShahpic.twitter.com/uKrOQgiWmr
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us