“বিহারে উন্নয়ন নয়, কারখানা গুজরাতে”— নীতীশ-মোদীকে আক্রমণ প্রশান্ত কিশোরের

“নীতীশ কুমারকে সরাতে হবে… থানায় ঘুষ, বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা, আর উন্নয়নের অভাব—এই সব প্রশ্নেই মানুষ ক্ষুব্ধ,” বলেন জন সুরাজ প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-05 10.15.17 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারের ঔরঙ্গাবাদে জনসভা থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন জন সুরাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন, “আমি বলব কেন নীতীশ কুমারকে সরাতে হবে। থানায় পুলিশ টাকা নিচ্ছে কি না? বিদ্যুৎ বিল আকাশছোঁয়া হয়েছে কি না? এসব প্রশ্নের উত্তরই বলবে বিহারের বাস্তব চিত্র।”

প্রশান্ত কিশোর আরও বলেন, “মোদীজী গত ১৫ বছরে কোথায় কারখানা স্থাপন করেছেন—বিহারে না গুজরাতে? আপনি চান উন্নয়ন বিহারে হোক, কিন্তু কারখানা গুজরাতে বসান—এটা কি ন্যায়সঙ্গত?” তিনি দাবি করেন, বিহারের সাধারণ মানুষ আজ দুর্নীতি, বেকারত্ব ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। তাঁর বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনে জন সুরাজ আন্দোলন নীতীশ সরকারের বিকল্প হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।