/anm-bengali/media/media_files/2025/11/05/screenshot-2025-11-05-2025-11-05-22-15-36.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের ঔরঙ্গাবাদে জনসভা থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন জন সুরাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন, “আমি বলব কেন নীতীশ কুমারকে সরাতে হবে। থানায় পুলিশ টাকা নিচ্ছে কি না? বিদ্যুৎ বিল আকাশছোঁয়া হয়েছে কি না? এসব প্রশ্নের উত্তরই বলবে বিহারের বাস্তব চিত্র।”
/anm-bengali/media/post_attachments/5d732bc6-8a7.png)
প্রশান্ত কিশোর আরও বলেন, “মোদীজী গত ১৫ বছরে কোথায় কারখানা স্থাপন করেছেন—বিহারে না গুজরাতে? আপনি চান উন্নয়ন বিহারে হোক, কিন্তু কারখানা গুজরাতে বসান—এটা কি ন্যায়সঙ্গত?” তিনি দাবি করেন, বিহারের সাধারণ মানুষ আজ দুর্নীতি, বেকারত্ব ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। তাঁর বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনে জন সুরাজ আন্দোলন নীতীশ সরকারের বিকল্প হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।
#WATCH | Aurangabad, Bihar: Jan Suraaj founder Prashant Kishor says, "...I will tell you why Nitish Kumar has to be removed...Are the policemen taking money in the police station or not?... Is the electricity bill high or not?.... Where did Modi set up factories in the last 15… https://t.co/1fiCPbsmZQpic.twitter.com/QGjku0Uf5t
— ANI (@ANI) November 5, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us