নিজস্ব সংবাদদাতা : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এবার চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন,''বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সবসময় উন্নয়ন ও সুশাসনের জন্য কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বিহারে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। রাহুল গান্ধীর বক্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে। তিনি নিজেই জানেন না নিজে কি বলেন।''
/anm-bengali/media/media_files/C4keh4rnrhPBG2x3HCo6.jpg)