/anm-bengali/media/media_files/WtO5TAvTHH03ToddRHmB.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজনীতিতে নীতিশ পুত্র আসবেন কিনা তানিয়ে চর্চা ক্রমশই বাড়ছে। এবার এই বিষিয়ে নীতিশ পুত্রের পাশে দাঁড়িয়ে তেজস্বী যাদবকে নিশানা করে সোজা বড় বার্তা দিলেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়ে দিয়েছেন, নীতিশ কুমারের পুত্র রাজনীতিতে আসবেন না।
জন সুরাজ অভিযানের প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর মঙ্গলবার এক বিতর্কিত মন্তব্যে বলেন, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও তাঁর পরিবার বংশবাদ (নেপোটিজম)–এর অভিযোগের মুখোমুখি হচ্ছেন, এবং এ থেকে নিজেকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে তেজস্বী চান যেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্রও রাজনীতিতে যুক্ত হন।
/anm-bengali/media/post_attachments/480dda96-5f7.png)
প্রশান্ত কিশোর বলেন, "তেজস্বী যাদব ও তাঁর পরিবার বংশবাদে জড়িত থাকার অভিযোগের মুখে পড়েছে। তিনি চান, যদি নীতিশ কুমারের ছেলে রাজনীতিতে আসেন, তাহলে তিনি বলতে পারবেন যে তিনিই শুধু নন, অন্যরাও বংশবাদে জড়িত। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্র রাজনীতিতে আসবেন না।"
এই মন্তব্যকে ঘিরে বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তেজস্বী যাদবের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশান্ত কিশোরের এই মন্তব্য শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে।
প্রসঙ্গত, বিহারে আগামী বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতিকরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন, আর এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
#WATCH | Gopalganj, Bihar | Jan Suraaj founder Prashant Kishor says, "...Tejashwi Yadav and his family face allegations of nepotism. Tejashwi Yadav wants that if Bihar CM Nitish Kumar's son also joins politics, he will say he is not the only one who faces allegations of… pic.twitter.com/3TwFGohGuU
— ANI (@ANI) June 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us