শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফর বাতিল

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তামিলনাড়ু সফর বাতিল হয়ে গেল।

author-image
SWETA MITRA
New Update
m

নিজস্ব সংবাদদাতাঃ দেখা হচ্ছে না দুই মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, আজ বিহারেরমুখ্যমন্ত্রীনীতীশকুমারের (Nitish Kumar) তামিলনাড়ুরচেন্নাইসফরবাতিলকরাহয়েছে। তাঁর জায়গায় তামিলনাড়ু যাচ্ছেন বিহারেরউপ-মুখ্যমন্ত্রীতেজস্বীযাদব (Tejashwi Yadav)। তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন বলে খবর। যদিও হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার সেই নিয়ে উঠছে প্রশ্ন।