তোমার বাবাকে আমিই বড় করেছি ! তেজস্বীকে চরম কটাক্ষ করলেন নীতিশ কুমার

হঠাৎ কেন এমন মন্তব্য করলেন নীতিশ ?

author-image
Debjit Biswas
New Update
nitish tejaswi

নিজস্ব সংবাদদাতা : আজ বিহার বিধানসভায় তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন আরজেডি নেতা তেজস্বী যাদব আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তেজস্বীকে কটাক্ষ করে নীতিশ বলেন, ''বিহারের অবস্থা আগে কী ছিল ? আমিই তোমার বাবাকে (লালু প্রসাদ যাদব) বড় করেছি, আজ যা কিছু তিনি হতে পেরেছেন তা আমার জন্যই হয়েছেন।''

tejashwikl2.jpg

এছাড়াও তিনি বলেন, ''তোমার নিজের সম্প্রদায়ের লোকেরাও আমাকে প্রশ্ন করেছিল যে, কেন আমি তাকে সমর্থন করছি, তবুও আমি তার পাশে ছিলাম।"