বিহারের সিংহাসনে ফের নিতীশ!

কি বললেন চিরাগ পাশওয়ান?

author-image
Aniket
New Update
nitish.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এলজেপি (রামবিলাস) সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান আজ দিল্লিতে এক বিবৃতিতে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে উনি (নিতীশ কুমার) পুরোপুরি সুস্থ এবং আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার জন্য উপযুক্ত।”

চিরাগ পাশওয়ান বলেন, “এই মুহূর্তে বিহার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। নিতীশ কুমারই সেই নেতা যিনি বিহারকে জঙ্গলরাজ থেকে বের করে এনে আজকের স্থিতিশীল অবস্থানে পৌঁছে দিয়েছেন।”

তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে আগামী নির্বাচনকে ঘিরে নিতীশ কুমারের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চলা জল্পনার প্রেক্ষিতে।

চিরাগ পাশওয়ানের এই বক্তব্যে স্পষ্ট যে তিনি নিতীশ কুমারের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতাকেই রাজ্যের জন্য প্রয়োজনীয় বলে মনে করছেন। তবে এ নিয়ে বিরোধী পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।