বিহার নির্বাচনের ঠিক আগে শিরোনামে নীতিশ- বিগ ব্রেকিং

বিহার নির্বাচনের ঠিক আগে শিরোনামে নীতিশ কুমার।

author-image
Aniket
New Update
NITISH KUMARD.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার সরকারের তরফে সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার কথা জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে তিনি জানান, ‘বিহার সাংবাদিক সম্মান পেনশন প্রকল্প’-এর আওতায় এখন থেকে উপযুক্ত সাংবাদিকদের মাসিক পেনশন ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে।

এছাড়াও, মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, এই প্রকল্পের আওতায় থাকা সাংবাদিকদের মৃত্যুর পর তাঁদের নির্ভরশীল স্ত্রী বা স্বামী আজীবন মাসিক ১০,০০০ টাকা পেনশন পাবেন, যা আগে ছিল মাত্র ৩,০০০ টাকা।

nitish kumar patna .jpg

মুখ্যমন্ত্রীর বার্তায় উল্লেখ করা হয়, "সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজের উন্নয়নে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আমরা সাংবাদিকদের সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রেখে কাজ করছি যাতে তাঁরা অবসরের পর সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং সাংবাদিকতা পেশা স্বাধীনভাবে চালিয়ে যেতে পারেন।”

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিহারের সংবাদমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দাবি উঠছিল, বিশেষ করে অবসরের পর। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে সেই দাবির বাস্তব রূপায়ণ ঘটল।

বিহার সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু প্রবীণ ও অবসরপ্রাপ্ত সাংবাদিক অর্থনৈতিক দিক থেকে আরও সুরক্ষা পাবেন। রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই পরিবর্তনগুলি কার্যকর করার জন্য।