নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্র থেকে বিজেপির লোকসভা প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেন, "মানুষ আমাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানাচ্ছে। আমি কখনও জাতপাত ও সাম্প্রদায়িকতার রাজনীতি করিনি। আমি নাগপুরকে আমার পরিবার হিসাবে বিবেচনা করি এবং নাগপুরের মানুষও আমাকে তাদের নিজের বলে মনে করে।"
/anm-bengali/media/media_files/nitdrYVwSf8Xur3bAqSZ.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)