‘এথিক্স কমিটি বেশি চিন্তিত’, বলছেন নিশিকান্ত

নিশিকান্ত দুবে আজ গিয়েছিলেন সংসদের এথিক্স কমিটিতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MAHUA NISHI.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আজ গিয়েছিলেন সংসদের এথিক্স কমিটিতে। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাঁর ছিলেন তাঁর আইনজীবী।

এদিন তিনি বলেন, “কমিটির সদস্যরা স্বাভাবিক প্রশ্নই করেন। তারা যখন আমাকে পরবর্তীতে ডাকবেন তখন আমি আবার আসব। প্রশ্ন হল সংসদের সম্মান এবং মর্যাদা হবে কিনা। ধরে রাখুন। এটা সংসদের মর্যাদার প্রশ্ন। এথিক্স কমিটি আমার চেয়ে বেশি চিন্তিত”।

hiren