নিজস্ব সংবাদদাতা : ফের একবার সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন,''ভারত যুদ্ধ চায় না। কারণ ভারত হল মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ। তবে এর মানে এই নয় যে আমরা দুর্বল।” এরপর তিনি আরও বলেন যে,''আজ আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু সেইসঙ্গে আমাদের সামরিক শক্তিও আজ বিশ্বের সামনে স্পষ্ট। যদি পাকিস্তান এখনও সন্ত্রাসবাদ নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে আর কোনও আলোচনা হবে না। এবার সরাসরি আক্রমণ হবে।”
/anm-bengali/media/media_files/zr1pzBrCl8MYCglTFqDv.jpg)