বাংলাদেশি ভোটারদের সাহায্যে সরকার গড়তে চায় বিরোধীরা ! SIR প্রসঙ্গে বিরোধীদের তুলোধোনা করলেন নিশিকান্ত দুবে

কেন বিরোধীদের তুলোধোনা করলেন নিশিকান্ত দুবে ?

author-image
Debjit Biswas
New Update
nishikantss.jpg

নিজস্ব সংবাদদাতা : স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-কে কেন্দ্র করে এবার ফের একবার বিরোধীদের তুলোধোনা করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন,''যেহেতু SIR প্রক্রিয়ায় নকল এবং অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাই বিরোধী দলগুলির সমস্যা হচ্ছে।''

voter list application

এরপর তিনি বলেন,''বিরোধীরা বাংলাদেশি ভোটারদের সাহায্যে তাদের সরকার গড়ার চেষ্টা করছে। ওরা ভারতের ভোটারদের বিশ্বাস করে না।"