New Update
/anm-bengali/media/media_files/ZKcNRlBfNItet1x6MxJ6.webp)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার জিএসটি (GST) সংস্কার নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা জনমুখী সংস্কারের উপর জোর দিয়েছেন এবং ভবিষ্যতে তিনি এই ধরনের আরও অনেক পদক্ষেপ নেবেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vXvASHYSKdx6ISTQzS2i.jpg)
এরপর তিনি বলেন,''এই নতুন জিএসটি (GST) কাঠামো দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। সরকারের এই সিদ্ধান্তটি কেবল একটি অর্থনৈতিক সংস্কার নয়, বরং এটি সামাজিক ন্যায় ও সাধারণ মানুষের প্রতি সরকারের প্রতিশ্রুতিরও একটি প্রমাণ।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us