GST নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা ! চারটি স্ল্যাবের GST নিয়ে বড় তথ্য ফাঁস করলেন নির্মলা সীতারমন

কি বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ?

author-image
Debjit Biswas
New Update
nirmala budget.jpg

নিজস্ব সংবাদদাতা : জিএসটি (GST) নিয়ে বিরোধীদের করা সমস্ত অভিযোগের বিরুদ্ধে,এবার কড়া ভাষায় জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সঙ্গে চারটি স্ল্যাবের জিএসটি (GST) নিয়েও বড় তথ্য ফাঁস করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন,''বিরোধীরা জিএসটি (GST) নিয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জিএসটি (GST)-তে চারটি স্ল্যাব রাখার সিদ্ধান্ত বিজেপি-র একক সিদ্ধান্ত ছিল না, বরং তা সমস্ত রাজ্যগুলির অর্থমন্ত্রীদের ক্ষমতায়িত কমিটির (Empowered Committee of State Finance Ministers) নেওয়া সিদ্ধান্ত ছিল।''

Budget_2024_live_updates_nirmala_sitharaman_1721713986526_1721713986799

অর্থমন্ত্রী বলেন,''যখন জিএসটি (GST) চালু করা হয়, তখন তার কাঠামো নিয়ে, বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং দীর্ঘদিন ধরে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই চারটি ভিন্ন ভিন্ন করের হার নির্ধারণ করা হয়েছিল।''