ড্রোনের মাধ্যমে চলতো বিস্ফোরক আর অস্ত্র পাচার ! দোষী সাব্যস্ত নয়

NIA-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রায় সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে একটি বড় সাফল্য ।

author-image
Debjit Biswas
New Update
Court

নিজস্ব সংবাদদাতা : ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ও অস্ত্র সরবরাহ মামলায় আজ নয়জন অভিযুক্তকে কারাদণ্ডের সাজা শুনিয়েছে, মোহালিতে স্থিত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র বিশেষ আদালত। এই মামলাটির সাথে যুক্ত কুখ্যাত সন্ত্রাসবাদী গুরমিত সিং ও রঞ্জিত সিং ওরফে নীতা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্স (KZF)-এর সদস্য বলে পরিচিত।

11

আদালত এই অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি (IPC), ইউএপিএ (UAPA), অস্ত্র আইন এবং বিস্ফোরক দ্রব্য আইন-এর একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছে।