বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা
হাওড়ায় গ্রেপ্তার কীর্তিমান চোর
রাশিয়ার হামলায় মাঝ সমুদ্রেই ধ্বংস হল ইউক্রেনের বৃহত্তম নজরদারি জাহাজ ! দেখুন বড় খবর
রাস্তার দাবিতে বিজেপির বিক্ষোভ

ঘটনার নয়দিন পাড়! এখনও খোঁজ মেলেনি শসুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের

শ্রীশৈলমে এসএলবিসি চ্যানেলে আটকে পড়া আটজন কর্মী এখনও নিরুদ্দেশ। তাঁদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত। উদ্ধারকারী দল তাঁদের খুঁজে বের করার চেষ্টা করলেও, বারবার ব্যর্থ হয়েছে।

author-image
Jaita Chowdhury
New Update
চযভচ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: টানা নয়দিন ধরে তেলেঙ্গানার (Telengana) শ্রীশৈলমে এসএলবিসি চ্যানেলে আটকে পড়া আটজন কর্মীর উদ্ধার অভিযান অব্যাহত। ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ সুড়ঙ্গের ছাদ ধসে পড়ে আটকে পড়েন ৪ জন কর্মী। উদ্ধারকারী দল তাঁদের খুঁজে বের করার চেষ্টা করলেও, বারবার ব্যর্থ হয়েছে। 

রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার অভিযান নিয়ে পর্যালোচনাও করেন। তিনি জানান, আটকে পড়া কর্মীদের সঠিক অবস্থান নির্ণয় করতে আরও তিনদিন সময় লাগতে পারে। এখনও পর্যন্ত উদ্ধারকারী দলগুলি টানেলের চারটি জায়গায় খনন কাজ চালাচ্ছে।

 জানা গিয়েছে, ৫ থেকে ১২ ফুট গভীরতায় মাটি ও পাথর বের করা হচ্ছে। একটি জায়গায় খননের কাজ ৯ ফুট গভীরে পৌঁছেছে। সেখানে একটি ধাতব বস্তুও মিলেছে, তবে সন্ধান মেলেনি মানুষের। এনজিআরআই, এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গারেনির কর্মীদের নিয়ে গঠিত দলটি অন্য তিন জায়গায় খনন কাজ চালিয়ে যাচ্ছে ৷