BREAKING: ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা আজ ! মুম্বই আদালতের বাইরে কড়া নিরাপত্তা

যে রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা :  সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল হিসেবে পরিচিত মহারাষ্ট্রের মালেগাঁও শহরে ২০০৮ সালে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু ও ১০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। আর আজ প্রায় ১৭ বছর পর এই মামলার রায় ঘোষণা করতে পারে বিশেষ এনআইএ (NIA) আদালত। এই বিষয়কে কেন্দ্র করে মুম্বইয়ের সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টের বাইরে ইতিমধ্যেই দেখা গেছে টান টান উত্তেজনা এবং কড়া নিরাপত্তা। এই বিস্ফোরণটি ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর মালেগাঁও শহরের একটি মসজিদের কাছে ঘটেছিল, যা ভারতের অন্যতম বিতর্কিত সন্ত্রাসবাদী মামলাগুলির মধ্যে একটি। পরবর্তীতে এনআইএ (NIA) এই মামলাটির তদন্তের দায়িত্ব নেয় এবং তারপর দীর্ঘ সময় ধরে শুনানি চলে। আজকের রায়ে বিচারক অভিযুক্তদের দোষী অথবা নির্দোষ ঘোষণার সিদ্ধান্ত জানাবেন। আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

blast