BREAKING: জম্মু-কাশ্মীরের একাধিক স্থানে অভিযান চালাল এনআইএ!

কি কারণে হল এই তদন্ত?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসী ষড়যন্ত্র মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলার একাধিক স্থানে অভিযান চালায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। কর্মকর্তারা জানিয়েছেন যে পুলওয়ামা, কুলগাম, শোপিয়ান, বারামুল্লা এবং কুপওয়ারা জেলায় এই অভিযান চালানো হয়।

NIA Recruitment 2024: Registration process begins, check eligibility  criteria, fees, age limit - CNBC TV18