নজরে ISIS জঙ্গি ! ঝাড়খণ্ডের হাজারিবাগে NIA-র বড়মাপের হানা

কেন ঝাড়খণ্ডের হাজারিবাগে NIA বড়মাপের হানা দিল ?

author-image
Debjit Biswas
New Update
Nia


নিজস্ব সংবাদদাতা : ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে  যোগ থাকার সন্দেহে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র একটি দল। NIA-র কর্মকর্তারা আজ শুক্রবার এই খবর নিশ্চিত করেছেন।

পুলিশ এবং এনআইএ সূত্রে জানা গেছে, হাজারিবাগ জেলার সংশ্লিষ্ট এলাকায় আজ সকালে এই অভিযান চালানো হয়। এনআইএ (NIA) সেই ব্যক্তির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আইসিস (ISIS)-এর যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে।

isis terroist

মনে করা হচ্ছে, এই ব্যক্তি ভারতে আইসিস (ISIS)-এর কার্যকলাপ বৃদ্ধি বা সদস্য নিয়োগের সঙ্গে যুক্ত থাকতে পারে। অভিযানে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে জানায়নি এনআইএ (NIA)। তবে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। এনআইএ (NIA) সারা দেশে আইসিস (ISIS)-এর মডিউল এবং নেটওয়ার্ক চিহ্নিত করে নিষ্ক্রিয় করার জন্য একাধিক অভিযান চালাচ্ছে। এই অভিযান সেই বৃহত্তর তদন্তেরই অংশ।

হাজারিবাগের মতো শান্ত এলাকায় এই ধরনের হাই-প্রোফাইল অভিযান স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।