/anm-bengali/media/media_files/c8r3ku6DYY6ZNS0WLGcT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির (Nitin Gadkari) অফিসে হুমকির বিষয়টি খতিয়ে দেখতে নাগপুরে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) একটি দল। এক আধিকারিক জানিয়েছেন, লস্কর-ই-তৈবার (Laskar e Taiba) সঙ্গে যুক্ত ওই ব্যক্তিই হুমকির পিছনে প্রধান সন্দেহভাজন। পুলিশ জানিয়েছে, গত ১৪ জানুয়ারি নাগপুরে গডকরির সরকারি বাসভবনে জয়েশ পূজারি ওরফে কান্তার কাছ থেকে ল্যান্ডলাইন নম্বরে কল আসে। দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সদস্য বলে দাবি করে প্রথম হুমকিতে গডকরির কাছে ১০০ কোটি টাকা দাবি করেছিল তিনি। ২১ মার্চ দ্বিতীয় কল করেছিল এবং ১০ কোটি টাকা দাবি করেছিল। পুলিশের তদন্তে জানা গিয়েছে, জয়েশ পূজারির সঙ্গে লস্কর-ই-তৈবার জঙ্গিদের যোগাযোগ ছিল এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র প্রশিক্ষণও নিয়েছিল। পুলিশি তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ-কে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল।