New Update
/anm-bengali/media/media_files/2025/04/29/jRDJ4hu8xMsqyoCmVkjk.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় এক পর্যটকের জিপলাইন ভিডিও এখন দেশ জুড়ে চর্চার বিষয়। তাঁর ভিডিওতেই ধরা পড়েছে সেই ভয়ঙ্কর হত্যালীলার টুকরো টুকরো ছবি। এমনকি যখন সে জিপলাইনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন জিপলাইন অপারেটরকে দেখা যায় তিন বার ‘আল্লাহ আকবর’ বলতে। আর তারপরই শোনা যায় গুলিবর্ষণের আওয়াজ।
/anm-bengali/media/media_files/2025/04/29/s1dMH7aOvYbYOPAk2zDG.jpg)
এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তৎপর হয়ে ওঠে এনআইএ। ইতিমধ্যেই তারা জিজ্ঞাসাবাদ করেছে ও ভাইরাল ভিডিওর পর্যটককে। আর এবার পালা ঐ জিপলাইন অপারেটরের। গুলি শুরু হওয়ার সাথে সাথে ‘আল্লাহ আকবর’ স্লোগান দেওয়া জিপ লাইন অপারেটরের ভূমিকা এবার যাচাই করছে জাতীয় তদন্ত সংস্থা।
#PahalgamTerroristAttack | The National Investigation Agency is verifying the role of zip line operator who chanted Allahu Akbar as gunshots began: Sources
— ANI (@ANI) April 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us