আল-কায়েদা, তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে NIA-র বড় অভিযান

সূত্রের খবর, মহারাষ্ট্রের তিনটি এবং অন্য তিনটি রাজ্যের একটি করে জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি সন্দেহজনক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এহেন ঘটনাকে ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

author-image
SWETA MITRA
New Update
NIA TEHRIK.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। আজশুক্রবারজাতীয়তদন্তসংস্থা (এনআইএ) ভারতীয়উপমহাদেশেআল-কায়েদাএবংতেহরিক--তালিবানেরভারতেসন্ত্রাসছড়িয়েদেওয়ারজন্যপ্রভাবশালীযুবকদেরনিয়োগএবংউগ্রবাদীকরারষড়যন্ত্রেরসাথেসম্পর্কিতউল্লেখযোগ্য কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে।মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকএবংতামিলনাড়ুএইচারটিরাজ্যেএকাধিকঅভিযানচালিয়েএকাধিক জিনিস বাজেয়াপ্তকরাহয়েছে।এনআইএজানিয়েছে, মহারাষ্ট্রেরতিনটিএবংঅন্যতিনটিরাজ্যেরএকটিকরেস্থানেতল্লাশিচালিয়েবেশকয়েকটিসন্দেহজনকডিজিটালডিভাইসউদ্ধারকরাহয়েছে।