বড় অ্যাকশন NIA-র, ১৯ জায়গায় তল্লাশি শুরু

গত সপ্তাহে কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী সংস্থা মহারাষ্ট্রের ৪০টিরও বেশি জায়গায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন আইএসআইএস মডিউলের নেতা ছিল।

author-image
SWETA MITRA
New Update
niaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার চরম পদক্ষেপ নিল এনআইএ। জানা গিয়েছে, জাতীয়তদন্তকারীসংস্থা (NIA) দক্ষিণভারতের১৯টিস্থানেতল্লাশিচালাচ্ছে।  এনআইএ আজ সকালে চারটি রাজ্যের ১৯টি জায়গায় আইএসআইএস নেটওয়ার্ক মামলায় অভিযান চালিয়েছে। কর্ণাটকের ১১টি, ঝাড়খণ্ডের চারটি, মহারাষ্ট্রের তিনটি এবং দিল্লির একটি জায়গায় অভিযান চালানো হয়।