New Update
/anm-bengali/media/media_files/4y63jgLZp0r2ztsHt0pT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে ২০২২ সালে বিজেপি যুব মোর্চা নেতা প্রবীণ নেত্তারু হত্যা মামলায় আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চার্জশিটে যে দুই অভিযুক্তের নাম রয়েছে, তাঁদের মধ্যে থুফায়েল এমএইচ পলাতক ছিলেন, তাঁকে বেঙ্গালুরুতে এনআইএ-র একটি দল গ্রেফতার করে। থুফায়েল ও মহম্মদ জাবির নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএ (পি) আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মোট ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us