New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/u6JTUTwuTJ4lLyshg87G.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ক্রমশ উত্তাপ বাড়ছে কাশ্মীরে। দফায় দফায় বাড়ছে সেনার উপস্থিতি। এবার ভারতীয় সেনাবাহিনীর মতনই ভীষণ তৎপর এনআইএ। গত ২২ এপ্রিল পহেলগাঁও-এ যে জঙ্গি হামলা হয়, সেই হামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। এনআইএ-র আধিকারিকরা ইতিমধ্যেই বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর এবার সেই ঘটনাস্থলে চললেন খোদ NIA-র DG। এদিনই সকালে জম্মু-কাশ্মীরের এর পহেলগাঁও-এ পৌঁছেছেন ডিজি। কেন তাঁর হঠাৎ আগমণ, তা এখনও জানা যায়নি। তবে ডিজির আসা যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ভূ-স্বর্গে, তা বলায় যায়।
#WATCH | NIA DG reaches J&K's Pahalgam, as the agency investigates the 22nd April terror attack on tourists pic.twitter.com/4y42KI6rCr
— ANI (@ANI) May 1, 2025
/anm-bengali/media/post_attachments/27b4d067-f94.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us