লখনউ আল-কায়েদা ষড়যন্ত্র মামলায় সাজা হল আরও ২ অভিযুক্তের !

কি সাজা হল দুই অভিযুক্তের ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : লখনউয়ের আল-কায়েদা সন্ত্রাসবাদী ষড়যন্ত্র মামলায় আরও দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-এর বিশেষ আদালত। এই দুই অভিযুক্ত হলেন লখনউ (উত্তরপ্রদেশ)-এর বাসিন্দা মহম্মদ মুস্তাকিম এবং শাকিল। এই দুই অভিযুক্ত হলেন লখনউ (উত্তরপ্রদেশ)-এর বাসিন্দা মহম্মদ মুস্তাকিম এবং শাকিল।

NIA

এনআইএ (NIA) আদালত ওই দু'জনকে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১২০বি ধারার (অপরাধমূলক ষড়যন্ত্র) সাথে পঠিত অস্ত্র আইনের ২৫ (১বি)(এ) ধারায় দোষী সাব্যস্ত করেছে। বিচারক দুজনকেই ২০ মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।