/anm-bengali/media/media_files/bt6yGoDd6weDUiWtDly8.jpg)
নিজস্ব সংবাদদাতা : মুম্বইয়ের সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে আজ ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করল এনআইএ (NIA) আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী: ১. মালেগাঁওয়ে বিস্ফোরণ ঘটেছিল, তা প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। ২. যে মোটরসাইকেলটিকে এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেখানে যে সত্যিই বোমা রাখা হয়েছিল এই বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। ৩. আহতের সংখ্যা প্রসিকিউশনের মতে ১০১ হলেও, আদালতের অনুসন্ধানে প্রকৃত সংখ্যা ৯৫ বলে ধরা হয়েছে। ৪. কিছু চিকিৎসা শংসাপত্রে "ম্যানিপুলেশন" বা জালিয়াতির প্রমাণ পেয়েছে আদালত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/25/grxPYXAtaXK0qwEiFjLR.png)
এই পর্যবেক্ষণের পর আদালত সমস্ত অভিযুক্তকে মুক্তি দিয়েছে। প্রসঙ্গত, এই মামলায় সাধ্বী প্রজ্ঞা ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত সহ বেশ কয়েকজন অভিযুক্ত ছিলেন। উল্লেখ্য,এই রায় ঘোষণার পর এক তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে সমগ্র দেশজুড়ে। একদিকে বিজেপি এই রায়কে "ন্যায়ের জয়" বলে ব্যাখ্যা করছে, অন্যদিকে বিরোধীরা বলছে, তদন্তে গাফিলতির জেরেই দোষীরা ছাড় পেয়ে যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us