NIA : বিরাট অভিযান, একাধিক রাজ্য থেকে উদ্ধার প্রচুর অস্ত্র

পাঞ্জাব পুলিশ (Punjab Police) এবং হরিয়ানা পুলিশের (Haryana Police) সহযোগিতায় জাতীয় তদন্ত সংস্থা (NIA) বুধবার 'অপারেশন ধবস্ত'-এর আওতায় ৩২৪ টি স্থানে অভিযান চালানো হয়। কুখ্যাত সন্ত্রাসী, গ্যাংস্টার, মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে চালানো হয়েছিল অভিযান।

author-image
Pritam Santra
New Update
nia

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব পুলিশ (Punjab Police) এবং হরিয়ানা পুলিশের (Haryana Police) সহযোগিতায় জাতীয় তদন্ত সংস্থা (NIA) বুধবার 'অপারেশন ধবস্ত'-এর আওতায় ৩২৪ টি স্থানে অভিযান চালানো হয়। কুখ্যাত সন্ত্রাসী, গ্যাংস্টার, মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে চালানো হয়েছিল অভিযান। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ অন্যান্য অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্জাব (Punjab), দিল্লি (Delhi), হরিয়ানা (Haryana), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan), মহারাষ্ট্র (Maharashtra), গুজরাট (Gujarat), চণ্ডীগড় (Chandigarh) এবং মধ্যপ্রদেশে (Madhya Pradesh) অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।