নজরে ISIS এর সঙ্গে যুক্ত সন্দেহভাজনরা ! দেশজুড়ে অভিযান চালাচ্ছে NIA

বড় অভিযানে নামলো NIA ।

author-image
Debjit Biswas
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS) এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্রের মামলার তদন্তে নেমে আজ ভারতের ৫টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে  জাতীয় তদন্ত সংস্থা (NIA)। 

NIA

এই বিষয়ে এনআইএ (NIA)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে,''বিহার,উত্তর প্রদেশ,মহারাষ্ট্র,কর্ণাটক,তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২১টি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। এই তল্লাশির মাধ্যম সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবং তাদের নেটওয়ার্কের সম্পর্কে সন্ধান করা হয়েছে।''  

যদিও এখনও পর্যন্ত এই অভিযানের ফলে কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি।