BREAKING: অমৃতসর মন্দিরে গ্রেনেড হামলা মামলায় নয়া মোড় ! এনআইএ (NIA)-র জালে খালিস্তানি জঙ্গি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবের অমৃতসরে গত মার্চ মাসে একটি মন্দিরে গ্রেনেড হামলা মামলায় এবার এক নয়া মোড় এল। আজ এই মামলায় খালিস্তান লিবারেশন ফোর্স (KLF)-এর দুই শীর্ষ জঙ্গির এক গুরুত্বপূর্ণ সহযোগীকে গ্রেপ্তার করল এনআইএ (NIA)। এনআইএ (NIA) জানিয়েছে, এই মামলায় অন্যতম অভিযুক্ত পলাতক ভগবন্ত সিং ওরফে মান্না ভাট্টিকে গতকাল অমৃতসরের আকালগড় গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন।

Amritsar