হামলা করার ছক বানচাল, ৮ জঙ্গিকে পাকড়াও করল NIA

দেশবাসীকে চমকে দিল এনআইএ।

author-image
SWETA MITRA
New Update
NIA TEHRIK.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল জাতীয়তদন্তকারীসংস্থাবা এনআইএ (NIA)। আজসোমবারচারটিরাজ্যের১৯টিস্থানেঅভিযানচালিয়েনিষিদ্ধজঙ্গিসংগঠনেরবেল্লারিমডিউলেরআটসদস্যকেগ্রেফতার করেছে এনআইএ। ধৃতরা বেশ কিছু জায়গায় আইইডি ব্লাস্ট করার পরিকল্পনায় ছিল বলে জানা গিয়েছে। ধৃত আট জন আইসিস এজেন্ট সক্রিয়ভাবে সন্ত্রাস ও সন্ত্রাস সম্পর্কিত ক্রিয়াকলাপ সেইসঙ্গে নিষিদ্ধ সংগঠন আইএসআইএস-এর কার্যকলাপের সাথে জড়িত ছিল। তারা মিনাজ ওরফে মোঃ সুলাইমানের নেতৃত্বে কাজ করছিল।