New Update
/anm-bengali/media/media_files/siT4l7XH4KcHhbr5dfus.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল জাতীয়তদন্তকারীসংস্থাবা এনআইএ (NIA)। আজসোমবারচারটিরাজ্যের১৯টিস্থানেঅভিযানচালিয়েনিষিদ্ধজঙ্গিসংগঠনেরবেল্লারিমডিউলেরআটসদস্যকেগ্রেফতার করেছে এনআইএ। ধৃতরা বেশ কিছু জায়গায় আইইডি ব্লাস্ট করার পরিকল্পনায় ছিল বলে জানা গিয়েছে। ধৃত আট জন আইসিস এজেন্ট সক্রিয়ভাবে সন্ত্রাস ও সন্ত্রাস সম্পর্কিত ক্রিয়াকলাপ সেইসঙ্গে নিষিদ্ধ সংগঠন আইএসআইএস-এর কার্যকলাপের সাথে জড়িত ছিল। তারা মিনাজ ওরফে মোঃ সুলাইমানের নেতৃত্বে কাজ করছিল।
In an early morning crackdown on the ISIS today, the National Investigation Agency (NIA) raided 19 locations across four states and arrested eight operatives of the banned terror outfit’s Ballari module, including its leader Minaz, thus foiling plans by the accused to carry out… pic.twitter.com/RWpycOdZIs
— ANI (@ANI) December 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us